ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের অবরোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে এম ই এইচ আরিফ কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।



মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ওই কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ জানায়।

এদিকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকায় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও আন্দোলনরত শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরাতে পারেনি।

ওই কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলানিউজকে অভিযোগ করে জানান, ফরম পূরণের জন্য দুই হাজার টাকা নেওয়ার নিয়ম থাকলেও ১২ হাজার টাকা নেওয়া হচ্ছে।

তারা বলেন, আমরা আগামী বছরের জুন মাস পর্যন্ত বেতন পরিশোধ করেছি। এরপরও আমাদের কাছ থেকে বাড়তি ৮ হাজার টাকা নেওয়া হচ্ছে।

দ্বিতীয় বর্ষের ছাত্র মোশারফ হোসেন বলেন, ফরম পূরণের জন্য আমাদের আশপাশের কলেজগুলোতে দুই থেকে তিন হাজার টাকা নিচ্ছে। অথচ আমাদের কাছ থেকে ১২ হাজার টাকা নেওয়া হচ্ছে।

কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, দুপুর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। এতে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এভাবে অবরোধ অব্যাহত থাকলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএইচএস/এমজেএফ

** কোনাবাড়ীতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।