ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে শিক্ষার্থীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ধামরাইয়ে শিক্ষার্থীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

ধামরাই (ঢাকা): ধামরাইয়ের কুশুরা এলাকায় এক কলেজ ছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বিষয়টি নিশ্চিত করেন।



তিনি বলেন, সোমবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী মল্লিকা চক্রবর্তীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি রিজাউল হক।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।