ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি বিলুপ্ত ছিটমহলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি বিলুপ্ত ছিটমহলে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: মহান বিজয় দিবসে প্রথমবারের মতো হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবেন পঞ্চগড়ের অধূনালুপ্ত ছিটমহলের নতুন বাংলাদেশিরা।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পঞ্চগড় সদর উপজেলার সদ্য বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান কলেজ মাঠে দেশের ২০০ জন সঙ্গীত শিল্পীর সঙ্গে জাতীয় সঙ্গীত গাইবেন পঞ্চগড়ের ৩৬টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।



সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও গ্রামীণফোন নতুন বাংলাদেশিদের প্রথম বিজয় দিবসটিকে স্মরণীয় করে রাখার লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিশেষ অতিথি থাকবেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ দুই শতাধিক শিল্পী জাতীয় সঙ্গীত, দেশের গান ও স্বাধীন বাংলা বেতারের গান পরিবেশন করবেন।

গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান ও নাগরিক অধিকার সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের যুগ্ম আহ্বায়ক মফিজার রহমান বাংলানিউজকে জানান, ইতোমধ্যে নেটওয়ার্ক সুবিধার জন্য সদ্য বিলুপ্ত গাড়াতি ছিটমহলে গ্রামীণফোন একটি টাওয়ার বসিয়েছে। বিজয় উৎসব উদযাপনের প্রস্তুতি প্রায় শেষের দিকে।

৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্ত হয়ে জীবনের প্রথম এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস উদযাপনের সুযোগ করে দেওয়ায় সরকার ও আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ গোলাম আজম বাংলানিউজকে জানান, অনুষ্ঠানটি সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। বিজয় দিবসে বিলুপ্ত ছিটমহলবাসীদের জন্য এ ধরনের একটি আয়োজন নতুন ইতিহাসের জন্ম দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।