ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
নড়াইলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা ছবি: প্রতীকী

নড়াইল: আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল পৌরসভা নির্বাচনে অরুন সাহা নামে এক কাউন্সিলর প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ জরিমানা করেন।

 

তিনি বাংলানিউজকে জানান, পৌরসভা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নড়াইল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদ প্রার্থী আওয়ামী লীগ নেতা অরুন সাহা তার নির্বাচনী এলাকা উজিরপুরে প্রায় এক হাজার লোক নিয়ে মাইকসহ মিছিল বের করেন। পরে তিনি তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করেন। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।