ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে ২৬ হাজার ইয়াবাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
রামুতে ২৬ হাজার ইয়াবাসহ আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ারনালার মুরাপাড়া থেকে ২৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-জেলার চকরিয়া উপজেলার পাহারচান্দা এলাকার মৃত সৈয়দ নূরের ছেলে মো. ইমরান, কক্সবাজার পৌরসভার সাহিত্যিকা পল্লীর  সাব্বির আহমদের ছেলে মো. জাহেদ,  রামুর দক্ষিণ মিঠাছড়ির মৃত মো. ইসহাকের ছেলে মো. মফিজ ও একই এলাকার মনিরুল আলম।
 
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।