ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
শৈলকুপায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারের কাছে বাসের ধাক্কায় আনছার আলী মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত আনছার আলীর বাড়ি উপজেলার ব্রাহিমপুর গ্রামে।

শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, বিকেলে গাড়াগঞ্জ বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আনছার আলী। এসময় খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।