ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদকে রুখে দেওয়ার প্রত্যয়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
জঙ্গিবাদকে রুখে দেওয়ার প্রত্যয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জঙ্গিবাদকে রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিকৃত প্রতিকৃতি দিয়ে শোভাযাত্রাটি বের করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা।



বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ শোভাযাত্রা বের করা হয়।

‘যুদ্ধাপরাধীদের বিচারের পথে-জঙ্গিবাদকে দাঁড়াও রুখে’ এ শ্লোগানে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
 
পরে শোভাযাত্রাটি দোয়েল চত্বর, হাইকোর্ট, মৎস্যভবন ও শাহবাগ হয়ে টিএসটিতে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সাংস্কৃতিক কর্মী, নারী, শিশু, তরুণ-তরুণী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ, সহ-সভাপতি ঝুনা চৌধুরী, গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান প্রমুখ।

টিএসসিতে সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, আজকের বিজয়ের উৎসব হলো একদিকে বিজয়ের, অন্যদিকে জাতির কলঙ্ক মোচনের। আমরা যেন আরেকটা ধাক্কা দিয়ে সব অশুভ শক্তিগুলোকে বাংলাদেশ থেকে দূর করতে পারি। তাহলে বিজয়ের উৎসবটা আরও ভালো করে উদযাপন করতে পারবো।

তিনি আরও বলেন, যারা এ দেশ ও মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাক বাহিনীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এদেশে গণহত্যা চালিয়েছিল, সেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমরা ৪৪টি বছর অপেক্ষা করেছি।

এ বিজয় উৎসব চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিজয় উৎসব বের করা হবে। পর্যায়ক্রমে তা রাজধানীর উত্তরায় গিয়ে শেষ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমআইকে/এইচআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।