ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ময়মনসিংহে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।



পরে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। এ সময় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও তরুণ আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন।  

এছাড়া দিবসটি উপলক্ষে রাইফেলস ক্লাবে শুটিং প্রতিযোগিতা, জিমনেসিয়ামে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে আলোক চিত্র প্রদর্শনী, সার্কিট হাউজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, মহিলা ক্রীড়া সংস্থা মাঠে মহিলাদের অংশগ্রহণে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৪১ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।