ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মহান বিজয় দিবসে পাবনায় নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
মহান বিজয় দিবসে পাবনায় নানা আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ১ মিনিটে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনার জেলা প্রশাসন কাজী আশরাফ উদ্দীন ও পুলিশ সুপার আলমগীর কবীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’র পাদদেশে ফুল দিয়ে বিজয় দিবস উদযাপনের সূচনা করেন।



এরপর জেলা আওয়ামী লীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, পাবনা কলেজ, পাবনা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান আলাদাভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।