ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জয়নুল আবেদিন সংগ্রহশালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
জয়নুল আবেদিন সংগ্রহশালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিশুদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগ্রহশালার উপ-কিপার (সম) ড.বিজয় কৃষ্ণ বণিক।

শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র/ছাত্রীদের মোট চারটি ভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু থেকে দ্বিতীয় শ্রেণি ক-বিভাগ (বিষয় উন্মুক্ত-ইচ্ছেমত), তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি খ-বিভাগ (বিষয় ৭১-এ বুদ্ধিজীবী হত্যা), ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি গ-বিভাগ (বিষয় পাকিস্তানি দোসরদের ধ্বংসলীলা) এবং নবম ও দশম শ্রেণি ঘ-বিভাগ (বিষয় যুদ্ধ অপরাধীমুক্ত সোনার বাংলা) প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় ক বিভাগে ২৭ জন, খ বিভাগে ৯ জন, গ বিভাগে ১২ জন এবং ঘ বিভাগে ৬ জনসহ মোট ৫৪ জন শিশু শিল্পী অংশগ্রহণ করে।

এতে ক- বিভাগে খান আশিকুজ্জামান সাদিদ প্রথম স্থান, মুঈদ হক মাহী দ্বিতীয় স্থান ও মো. ফারহান আনজুম তৃতীয় স্থান, খ-বিভাগে মো. মাজহারুল ইসলাম ফাহিম প্রথম স্থান, মোহর বণিক দ্বিতীয় স্থান ও ও রাফি আনজুম তৃতীয় স্থান অধিকার করেন।

গ- বিভাগে আনিকা তাসনিম হক ঐশী প্রথম স্থান, শেষাদ্রী সান্যাল দ্বিতীয় ও খন্দকার শাহরিয়ার প্রান্ত তৃতীয় স্থান দখল করেন।

ঘ-বিভাগে রাকিব আহমেদ প্রথম স্থান, মাহমুদুল হাসান তনয় দ্বিতীয় ও ফাইজা খন্দকার তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পী মুহাম্মদ আব্দুর রউফ ও শিল্পী বাদল চক্রবর্ত্তী। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।