ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর (শ্রীপুর): শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


 
বুধবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর রেলগেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহর প্রদক্ষিণ করে।

র‌্যালিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সাংবাদিকদের মধ্যে ছিলেন, আবু বকর সিদ্দিক আকন্দ, কাজী আক্তার হোসেন, এনামুল হক, শিহাব খান, শেখ হুমায়ুন কবির বাবুল, রায়হানুল ইসলাম আকন্দ, মাহবুবুর রহমান, রুহুল আমীন, সাদিক মৃধা, নজরুল ইসলাম শেখ, শাহাদাত হোসেন সাদেক, নূরুল ইসলাম প্রমুখ।
 
র‌্যালি শেষে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ এতে সভাপতিত্ব করেন। সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৬ ডিসেম্বর, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।