ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিংগাইরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
সিংগাইরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল যাদুরচর গ্রাম থেকে নুরুল হক মোল্লা (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।



নুরুল হক উপজেলার গোবিন্দল যাদুরচর গ্রামের মৃত সওদাগর মোল্লার ছেলে। তিনি স্বর্ণের দোকানের ছাই কিনে সেই ছাই থেকে স্বর্ণ তৈরি করে ব্যবসা করতেন।

সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাংলানিউজকে জানান, দুপুরে নিহত নুরুল হকের ছেলে হামিদুলের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়ি থেকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।