ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের নারী কূটনীতিকের জঙ্গি সম্পৃক্ততার খবর ‘ভিত্তিহীন’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
পাকিস্তানের নারী কূটনীতিকের জঙ্গি সম্পৃক্ততার খবর ‘ভিত্তিহীন’

ঢাকা: ঢাকায় কর্মরত এক পাকিস্তানি নারী কূটনীতিকের জঙ্গি তৎপরতায় জড়িত থাকার বিষয়ে ব‍াংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘কল্পনাপ্রসূত’ বলে দাবি করেছে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে হাইকমিশনের প্রেস উইং থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়।



বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এ ধরনের ‘গল্প’ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এছাড়া সব ধরনের কূটনৈতিক আচার ও সৌজন্যতা উড়িয়ে সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ একটি অশুভ চক্রান্ত।

‘একই সঙ্গে ওই কর্মকর্তার ছবি মিডিয়ায় প্রকাশ করে তার চরিত্র হনন করা হয়েছে। এটা তার নিরাপত্তার জন্যও হুমকি, ঘটনায় আমরা এ ঘটনায় মর্মাহত ও আতঙ্কিত। ’

শেষ কথা হলো, এ ধরনের আচরণ ভ্রাতৃত্বপূর্ণ মুসলিম দেশের কাছে কোনোমতেই কাম্য নয়।

এ সমস্যার সমাধান করে ব‍াংলাদেশেই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে পারে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের বিভিন্ন সময় সংবাদমাধ্যমে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক) ফারিনা আরশাদের জঙ্গি সম্পৃক্ততা নিয়ে খবর প্রকাশিত হয়।

খবরে বলা হয়, তিনি নানাভাবে ইসলামপন্থী জঙ্গিদের সহায়তা করছেন। তার মাধ্যমেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতাদের যোগাযোগ রয়েছে।

ওই সময় গ্রেফতার হওয়া জেএমবি সদস্য ইদ্রিস শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য প্রকাশ করেন। আর এ ঘটনার প্রায় এক বছর পর বিষয়টির প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান হাইকমিশন।

বাংলাদেশ সময়: ১৫৪০ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।