ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা কলেজ শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ নিয়ন্ত্রণে (ভিডিওসহ)

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
ঢাকা কলেজ শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ নিয়ন্ত্রণে (ভিডিওসহ) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় মার্কেট ব্যবসায়ীদের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়েন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।



সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের দুই শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন, পথচারী নুরুল ইসলাম (৪৮), ক্রেতা হামিদা আক্তার (৪০), দোকানদার রনি (২৪), ঢাকা কলেজের শিক্ষার্থী শান্ত (২১) ও ইমরান (২৪)। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সংঘর্ষ শুরু হয়ে দু’পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে ইট ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের এক পর্যায়ে ওভার ব্রিজের নিচে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগুন লাগিয়ে দেয়। আশপাশে অবস্থান করা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিস ফেরত মানুষ পড়েন চরম বিপাকে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের এডিসি মো. জসীম উদ্দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার খবর নিশ্চিত করে জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষ চলাকালে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। দোষীদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


 
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এমআইএস/এনএ/এনএইচএফ/আইএ/জেডএফ/এমজেএফ/

** ঢাকা কলেজ শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ, রাস্তা বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।