ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ঠাকুরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বিকাশ কেন্দ্রের ৮০ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার(১৯ ডিসেম্বর) বিকেলে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওর্য়াল্ড ভিশন এ পুরস্কার বিতরণ করে।



ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও শাখার সহযোগী সংস্থা নারগুন ফেডারেশন, বান্দিগর বালা পাড়া যুব কল্যাণ সংস্থা ও উপমা পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারগুন ফেডারেশনের চেয়ারম্যান আয়ুব আলী।

প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহ. রাশেদুল হক প্রধান।

সেখানে বক্তব্য রাখেন, নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পয়গাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলার এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম, বালা পাড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি মাসুদ রানা ও সম্পাদক মুনতাসীর আলী প্রমুখ।

সংস্থার প্রতিনিধিরা জানান, শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে সর্বমোট ৫৭৫ জন শিশু প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং ২০১৬ সালের জানুয়ারির শুরুতে ৫৭৫ জন শিশু বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করবে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।