ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুর ডিজেল ওয়ার্কশপ আধুনিক করা হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
কমলাপুর ডিজেল ওয়ার্কশপ আধুনিক করা হবে

ঢাকা: কমলাপুর ডিজেল ওয়ার্কশপে আধুনিকতা আনা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি।  

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে রেলের ওয়ার্কশপ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।



তিনি বলেন, অবকাঠামোগত যেসব সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করা হবে। সেইসঙ্গে এতে কর্মরতদের কাজের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। এছাড়া ওয়ার্কশপ পরিদর্শনকালে কি কি সমস্যা আছে সংশ্লিষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীরা আমাকে জানিয়েছেন, আমরা পর্যায়ক্রমে সেসব সমস্যার সমাধান করবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রেলের উন্নয়নে আমাদের অনেক প্রকল্প চলমান রয়েছে। আগামী বছর অনেকগুলো প্রকল্পের কাজ শেষ হবে।

নতুন কোচ আনার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে প্রথম ধাপে বেশ কিছু কোচ আসবে। এছাড়া ২০১৬ সালের মধ্যে ইন্দোনেশিয়া ও ভারত থেকে আসা ২৭০টি কোচ রেলবহরে যুক্ত হবে। এর মাধ্যমে যাত্রীসেবা বৃদ্ধি করা হবে।

ওয়ার্কশপ পরিদর্শনের সময় রেলমন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাউদ্দীন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ রেলপথ  মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এডিএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।