ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাবতলীতে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
গাবতলীতে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় মোহাম্মদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে পারানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।



মোহাম্মদ আলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পারানীপাড়া গ্রামের মৃত কলি প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে গ্রামের একটি রাইস মিল থেকে ফেরার সময় দেশীয় ধারালো সস্ত্র দিয়ে কুপিয়ে মোহাম্মদ আলীকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, নিহত ব্যক্তির মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) মর্গে রাখা আছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।