ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘চিল্লালে হবে না, বিচার হবেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
‘চিল্লালে হবে না, বিচার হবেই’ ছবি: সংগৃহীত

ঢাকা: নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিয়ে বিএনপির অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও হত্যা, অগ্নিসংযোগ, জাতীয় সম্পদ ধ্বংস ও অর্থের যোগানদাতাদের বিচারের কথা বলেছেন।

তিনি বলেন, ‘মামলা-মামলা করে চিল্লালে হবে না।

মামলা হয়েছে মানুষ পোড়ানোর জন্য, মামলা হয়েছে মানুষ হত্যা করার জন্য, মামলা হয়েছে গাড়ি পোড়ানো, রেল-বাসসহ জাতীয় সম্পদ নষ্ট করার জন্য’।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপির অনেক অভিযোগ- তাদের বিরুদ্ধে মামলা। এ মামলা কিসের মামলা? এ মামলা তো অন্য কোনো কারণে না’।

‘যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, যারা হুকুমদাতা, যারা অর্থ প্রদান করেছে তাদের সবারই বিচার বাংলার মাটিতে হবে’।
 
তিনি বলেন, ‘তারা মানুষ মারবে আর জাতীয় সম্পদ নষ্ট করবে তাদের বিচার হবে না এটা হতে পারে না। তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে’।

বিএনপি গণতন্ত্রের সংজ্ঞা বা গণতন্ত্রের বানান জানে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্রের কথা কার মুখে শুনি আমরা? সামরিক জান্তা ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে। যে দল গঠিত হয়েছে অবৈধভাবে তাদের মুখে শুনতে হয় গণতন্ত্রের কথা’।

তিনি বলেন, আহসান উল্লাহ মাস্টারকে হত্যা, কিবরিয়াকে হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, জর্জ মিয়া নাটক- কত কিছু খেলা দেখিয়েছে তারা। আজকে তাদের মুখে শুনতে হয় গণতন্ত্র, আর্দশের কথা!

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা রাষ্ট্রপতি হিসেবে দাবি করতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের পর পট পরিবর্তন, যারাই ক্ষমতায় এসেছিল জিয়া, এরশাদ তারা যে অবৈধ সরকার এটা কিন্তু আজকে হাইকোর্টের রায়ে বলা আছে। হাইকোর্টই বলেছে যে জিয়াউর রহমানের ক্ষমতা দখল, এরশাদের ক্ষমতা দখল অবৈধ, অসাংবিধানিক’।

‘বাংলাদেশের জনগণকেও কিন্তু এ কথাটা স্মরণ রাখতে হবে’। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে যারা দল করে সে দলও অবৈধ হয়।

খালেদা জিয়া ও বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, খুনি খুনিই। আর খুনিদের বিচার বাংলাদেশে হবেই।

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ খুন করছে, এদিকে এতিমের টাকা মেরে খেয়েছে, সম্পদ লুট করেছে, বিদেশে মানি লন্ডারিং করেছে। এগুলোতো আমাদের কথা না, এটাতো বিদেশের আদালতে ধরা পড়েছে। আমরা টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছি। তাদের বিচার চলছে’।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক শামীম।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এমইউএম/আইএ

** এটিই আমাদের জীবনপণ
** খালেদা জিয়া জাতির কাছে কী জবাব দেবেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।