ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে ১৫০টি সোলার প্যানেল বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
ডোমারে ১৫০টি সোলার প্যানেল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে সৌর বিদ্যুতের সেবা প্রদানে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের আওতায় সোলার প্যানেল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের হলরুমে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকার উপস্থিত থেকে সরকারের দেওয়া বরাদ্দের প্রকল্পের আওতায় ১৫০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সোলার প্যানেল দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।