ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষে আহত ৭, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
হবিগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষে আহত ৭, আটক ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার চতুল মাহমুদাবাদ এলাকায় ডাকাতের সঙ্গে সংঘর্ষে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন । এ সময় বিভিন্ন অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করে পুলিশ।



বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কের চতুল মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ৭ পুলিশ সদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক ৫ ডাকাতও একই হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে হবিগরঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।