ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
কিশোরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের হয়বতনগর এলাকায় সুবল (১৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের হয়বতনগরের চৌরাস্তা এলাকায় একটি বেডমিন্টন খেলার মাঠে এ ঘটনা ঘটে।



পুলিশ সূত্র জানায়, রাতে বেডমিন্টন খেলার মাঠে ৭ থেকে ৮ জনের একটি দুর্বৃত্তরা দল দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীরা তাকে কিশোরগঞ্জ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করে। পরে ঢামেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের নাম ছাড়া এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।