ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিশু শারমিনকে বাঁচাতে এগিয়ে আসুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
শিশু শারমিনকে বাঁচাতে এগিয়ে আসুন শারমিন আক্তার

পঞ্চগড়: মাত্র পাঁচমাস আগে যে শিশুটি বই-খাতা হাতে নিয়ে নিয়মিত স্কুলে যেত সে আজ ব্লাড ক্যান্সারে শয্যশায়ী।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের আমবাড়ি এলাকার দিনমজুর আইবুল ইসলামের আট বছর বয়সী শিশু কন্যা শারমিন আক্তার।

পাঁচ মাস আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান শারমিনের ব্লাড ক্যান্সার হয়েছে।

শারমিন আক্তার স্থানীয় ডাবরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী। দুই বোন এক ভাইয়ের মধ্যে শারমিন বাবা-মায়ের দ্বিতীয় সন্তান।

পাঁচমাস ধরে মেয়ের চিকিৎসার জন্য দিনমজুর পিতা স্থানীয়দের সহযোগীতা ও নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে প্রায় এক লক্ষ টাকা খরচ করেছেন।

শারমিন বর্তমানে রমেক হাসপাতালের হেমাটোলজিবিভাগের বিভাগীয় প্রধান ডা. একেএম কামরুজ্জামানের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছে।

উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ভারতের মাদ্রাজে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর জন্য প্রয়োজন হবে ১৫লাখ টাকার।

একদিকে সংসারের ঘানিটান অন্যদিকে সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করা অনেক দুসাধ্য হয়ে পড়েছে শারমিনের দরিদ্র পিতার কাছে।

মেয়েকে বাঁচাতে সমাজের দানশীল বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থণা করেছেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু শারমিনের বাবা আইবুল ইসলাম।

সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আইবুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং- এসবি ০২০০০০৫৬৫৪৫৯৯, অগ্রণী ব্যাংক লিমিটেড, পঞ্চগড় শাখা, পঞ্চগড়। শারমিনের বাবা আইবুল ইসলামের মোবাইল নম্বর- ০১৯৮৬১৫০৩৬৯।

বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।