ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকচাপায় শ্যালিকা-দুলাভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
কুষ্টিয়ায় ট্রাকচাপায় শ্যালিকা-দুলাভাই নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার নলকুলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুলাভাই-শ্যালিকা নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।



শুক্রবার(১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নলকুলার বালুর চর মোড় এলকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা থানার বিশনবীপুর গ্রামের কদম মণ্ডলের মেয়ে জাহানারা (২৭) ও  কুষ্টিয়া ইবি থানার বোজনদী গ্রামের হারেজ মণ্ডলের ছেলে মনিব (৩০)।

আহত মোটরসাইকেল চালক লতা (৩২) শৈলকুপা থানার আনন্দনগর গ্রামের বাসিন্দা। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়ার পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই কামাল বাংলানিউজকে জানান, জাহানারা ও তার দুলাভাই মনিব মোটরসাইকেলে শৈলকুপা থেকে কুষ্টিয়ার কুর্শা আত্মীয়বাড়ি যাচ্ছিলেন।

এ সময় কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের নলকুলার বালুর চর মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় তারা ছিটকে পড়লে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই জাহানারা ও তার দুলাভাই মনিব মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক লতা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে, স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।