ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পবায় বয়লার বিস্ফোরণে রাইস মিল শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
পবায় বয়লার বিস্ফোরণে রাইস মিল শ্রমিক নিহত

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার নওহাটার টিকটিকিপাড়ায় বয়লার বিস্ফোরণে মুকুল হোসেন (৪০) নামের এক রাইস মিল শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।



নিহত মুকুল হোসেন পবা উপজলার দর্শনপাড়া ইউনিয়নের বাকশোইল গ্রামের নইমুদ্দিন হোসেনের ছেলে।

এ ঘটনায় ওই রাইস মিল মালিক রবিউল ইসলামের ছেলে আবু বক্কর (৩০) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধান সিদ্ধ করার আগে বয়লার পরিষ্কার করার কাজ চলছিল। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরিত হয়। এতে মুকুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ঝলসে যান রাইস মিল মালিকের ছেলে আবু বক্কর। পরে দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।