ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
মুকসুদপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় বেলায়েত হোসেন শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।



শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চর-প্রসন্নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেলায়েত মুকসুদপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের শফি শেখের ছেলে। আহতদের মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দীন সরদার বাংলানিউজকে জানান, বেলায়েত শেখ নসিমনে টেকেরহাট যাচ্ছিলেন। এ সময় চর-প্রসন্নদী এবি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বেলায়েতের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।