ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ইতালির নাগরিকের ওপর হামলার স্বীকারোক্তি শরিফুলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
ইতালির নাগরিকের ওপর হামলার স্বীকারোক্তি শরিফুলের ফাইল ফটো

দিনাজপুর: দিনাজপুরে ডা. পিয়েরো নামে ইতালির এক নাগরিকের ওপর হামলার কথা স্বীকার করেছে জেএমবি সদস্য শরিফুল ইসলাম (২৪)।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসানুল হকের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।



দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক আবু সাঈদ সরকার বাংলানিউজকে জানান, কাহারোলে ইসকন মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার শরিফুল ইসলামের রিমান্ড শেষে বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। এ সময় তিনি দিনাজপুরের মির্জাপুর এলাকায় ইতালির নাগরিক ডা. পিয়েরো’র ওপর হামলার কথা স্বীকার করেন।

চলতি বছরের ১৮ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুরের মির্জাপুরে বিআরটিসির বাস টার্মিনালসংলগ্ন এলাকায় ডা. পিয়েরো নামে ইতালির নাগরিকের ওপর হামলা চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
পিসি/



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।