ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে বন্দুকযুদ্ধের ঘটনায় দুই মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
পাঁচবিবিতে বন্দুকযুদ্ধের ঘটনায় দুই মামলা

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের জাতইর গ্রামে শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে পুলিশ।

দুপুর আড়াইটার দিকে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন।



পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০জনের বিরুদ্ধে এবং অস্ত্র আইনে একজনকে আসামি করে পৃথক দু’টি মামলা দায়ের করেছে পুলিশ।

পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া দুই ছাত্রশিবির নেতা ও এক সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ উপজেলার আওলাই ইউনিয়নের জাতইর গ্রামে ভোরে অভিযান চালায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা বিএনপি ও জামায়াত-শিবিরের ৩০/৪০ জন নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে জেলা শিবিরের সভাপতি আবুজার গিফারী, সেক্রেটারি ওমর আলী এবং আল আমীন নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। এ সময় তাদের হামলায় এক উপ-পরিদর্শকসহ (এসআই) ৩ পুলিশ সদস্যও আহত হন।

এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ ১টি সার্টার গান, ৩টি রাম দা ও ১টি চাইনিজ কুড়ালসহ কুসুম্বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. সুজাউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরো জানান, আসামিদের মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার রয়েছেন ৪জন। বাকীদের গ্রেফতারে পুলিশ সাড়াশি অভিযান শুরু করেছে।
  
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।