ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

হাওর অঞ্চলের উন্নয়নে ৬৫৪ কোটি টাকার প্রকল্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
হাওর অঞ্চলের উন্নয়নে ৬৫৪ কোটি টাকার প্রকল্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ বলেছেন, হাওর জনপদের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ৬৫৪ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে দিরাই-শাল্লা উপজেলায় ব্যয় হবে ১৫৫ কোটি টাকা।


 
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার আকিলশাহ বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় সুনামগঞ্জের হাওর এলাকার সুরমা ও কুশিয়ারা নদী খনন করা হবে। এর ফলে এ অঞ্চলে কৃষিতে পানির সঙ্কট থাকবে না।
 
বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার দেশকে নিয়ে স্বপ্ন দেখে, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন।
 
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির দুই নম্বরি রাজনীতি থাকবে না। এদেশে স্বাধীনতার পক্ষের রাজনীতি থাকবে। বোমা মেরে মানুষ পুড়িয়ে, গাড়ি জ্বালিয়ে সরকার পরিবর্তন করা যাবে না। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে।
 
আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসনের সভাপতিত্বে ও এনামুল হক লিলুর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমদ খান, সিলেট জজ কোর্টের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম প্রমুখ।
 
জনসভায় উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহাদ মিয়ার নেতৃত্বে ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয়।
 
এর আগে, পানি সম্পদমন্ত্রী আকিলশাহ বাজার এলাকায় কুশিয়ারা নদী ভাঙন এলাকা পরির্দশন করেন।
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।