ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে লালন স্মরণ উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
ঝিনাইদহে লালন স্মরণ উৎসব

ঝিনাইদহ: বাউল ফকির লালন শাহ’র ১২৫তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে চলছে তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসব।

শুক্রবার (১৮ ডিসেম্বর) উৎসবের দ্বিতীয় দিনে বিভিন্ন স্থান থেকে আগত লালন ভক্তরা উৎসবে অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়।

উৎসবে এক আলোচনা সভায় ঝিনাইদহের জেলা প্রশাসক মাববুব আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ও লালন গবেষক প্রফেসর ড. আনিছুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও লালন গবেষক আবদেল মান্নান, লালন বিশ্বসংঘ ও লালন রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ড. আবু ইসাহাক হোসেন বক্তব্য রাখেন।

বক্তারা ফকির লালনের জীবন দর্শন ও বণার্ঢ্য সংগীতময় জীবনের নানা দিকে নিয়ে আলোচনা করেন।

উপজেলার হরিশপুর গ্রামে লালনের জন্মভূমি দাবি করে সেখানে লালন বিশ্ববিদ্যালয় ও লালন একাডেমি নির্মাণের দাবিও জানান তারা।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
টিআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।