ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে শনিবার ভোররাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

তীব্র শীত ও কুয়াশায় ঘাট এলাকায় আটকা পড়‍া যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।



বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল শনিবার (১৯ডিসেম্বর) ভোরে বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে নৌরুটের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখা যাচ্ছে না।

তাই দুঘটনা এড়াতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি শাহ জালাল, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কেরামত আলী,  ইউলিটি ফেরি মাধবীলতাসহ ৫টি ফেরি মাঝনদীতে নোঙর করেছে।

অপরদিকে বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে শনিবার দিনগত রাত ৩টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

কুয়াশার ঘনত্ব কমলে উভয় নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে জানান ঘাট সংশ্লিষ্টরা।
 
ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়ঘাট এলাকায় আটকা পড়েছে কয়েক‘শ যানবাহন। আটকা পড়া ফেরি ও যানবাহনের চালক ও যাত্রীরা প্রচণ্ড শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর: ১৯, ২০১৫
এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।