ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাগানে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
কাঁঠালবাগানে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কাঁঠালবাগানে নির্মাণাধীন ভবনের লোহার পাত গায়ে পড়ে মো. হাসেম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় কাঁঠালবাগানের ৮০ নম্বর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।



ওই সময়ে ভবনের পাইলিংয়ের কাজ চলাকালে উপর থেকে একটি লোহার টুকরা হাসেমের গায়ে পড়ে।

গুরতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসেমের সহকর্মী আল আমিন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

বর্তমানে নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫/আপডেট: ১১১৮ ঘণ্টা
এজেডএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।