ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বেতন বৈষম্যের প্রতিবাদে আইডিইবির কর্মসূচি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বেতন বৈষম্যের প্রতিবাদে আইডিইবির কর্মসূচি ঘোষণা

ঢাকা: ৮ম বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও বেতন বৈষম্য সৃষ্টির প্রতিবাদে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা।

কর্মসূচির মধ্যে রয়েছে, ২২ ডিসেম্বর ঢাকায় মানববন্ধন ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ২৩-২৪ ডিসেম্বর সব জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকদের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।



শনিবার (১৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সভাপতি এ কে এম এ হামিদ, সহ-সভাপতি এ কে এম আব্দুল মোতালেব, জাফর সাদেক এবং কে এম আমিনুল ইসলাম প্রমুখ।   

সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে ১০ম থেকে ২০তম গ্রেডের ৮০/৯০ ভাগ কর্মচারীদের ন্যায্য বেতন মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ইএস/এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।