ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রাইভেট অটোরিকশা ভাড়ায় চালানোর অনুমতি চায় চালকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
প্রাইভেট অটোরিকশা ভাড়ায় চালানোর অনুমতি চায় চালকরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিএনজি চালিত প্রাইভেট অটোরিকশা ভাড়ায় চালানোর অনুমতি ও গেজেটকৃত পাঁচ হাজার চালকের মধ্যে বিতরণসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা-মিশুক চালক শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।



সমাবেশ থেকে বক্তারা ২০০৭ সালের ২৮ জুন যোগাযোগ মন্ত্রণালয় থেকে যে পাঁচ হাজার সিএনজি চালিত অটোরিকশা নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছে, অবিলম্বে এসব অটোরিকশা চালকদের প্রদান, প্রাইভেট সিএনজি চালিত অটোরিকশার ভাড়ায় চালানোর অনুমতি, সহজ শর্তে চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান, অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার, নগরীতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, চালকদের নিয়োগপত্র প্রদান, পাম্মগুলোতে সিএনজি চালিতে অটোরিকশার জন্য পৃথক নজেল স্থাপন, চালক হয়রানি ও অতিরিক্ত জমা নেওয়া বন্ধ, সিএনজি চুরি ও ছিনতাই এবং মলম পার্টি বন্ধ করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংগঠনের সভাপতি রোস্তাম আলী সরদার, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল, শ্রমিক নেতা আবুল হোসেন, মো. শহীদ, মান্নাফ, আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমআইএইচ/ইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।