ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে ট্রাক্টরচাপায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
মুরাদনগরে ট্রাক্টরচাপায় ব্যবসায়ী নিহত ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর এলাকায় ইট বোঝাই পাওয়ার টিলারের (ট্রাক্টর) চাপায় মো. নসু মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কে নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।



নবীপুর বাজারের ব্যবসায়ী নিহত মো. নসু মিয়ার বাড়ি উপজেলার নবীপুর পূর্ব পাড় গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিলেন নসু মিয়া। এসময় কোম্পানীগঞ্জ থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ট্রাক্টরটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।