ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ফ্ল্যাট বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ প্রবাসীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ফ্ল্যাট বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ প্রবাসীদের ছবি: পিয়াস- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের বিরুদ্ধে জমি দখল, জালিয়াতি, প্রতারণা ও ফ্ল্যাট বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ করেছেন প্রবাসীরা।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রবাসীরা এ অভিযোগ করেন।



অভিযোগকারীরা বলেন, প্রবাসীদের সঙ্গে চুক্তি করে বিভিন্ন প্রজেক্ট হাতে নেন ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহিদুল ইসলাম ও তার ভাই পরিচালক এস এম সাজেদুল ইসলাম। কিন্তু পরে তারা সেটি কার্যকর করেন নি। তারা ক্রেতাদের যে প্রজেক্ট দেখিয়েছেন, বাস্তবে এমন কোনো প্রজেক্ট নেই।

সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন প্রতারণতার শিকার সুমন রহমানের ছোট ভাই আরাফাত রহমান।

প্রতারণার শিকার প্রবাসীরা অভিযোগ করে বলেন, মালিকদের স্বাক্ষর জাল করে বিভিন্ন জায়গায় তারা জমি দখল করে নেন। পরে রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) অনুমোদন নিয়ে বিক্রির জন্য ফ্ল্যাট তৈরি করে।  

প্রবাসীরা বলেন, ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহিদুল ইসলাম ও পরিচালক এস এম সাজেদুল ইসলাম, ঢাকায় কেনা প্রবাসীদের জমি প্রতারণা ও হুমকির মাধ্যমে দখল করে আসছেন। এর মধ্যে মোহাম্মদপুর বায়তুল আমান হাউজিং সোসাইটির ১০ নং রোডে কানাডা প্রবাসী রোমেনা আক্তার এবং সালাউদ্দিন চৌধুরী ও নিলুফার ইয়াসমিনের ১০.৫ কাটা জমি দখল করেন।

পাশাপাশি মিরপুরে নিউজিল্যান্ড প্রবাসী জিয়া হায়দার, উত্তরায় আমেরিকা প্রবাসী মো. মোবারক হোসেন এবং অস্ট্রেলিয়া প্রবাসী সুমনের জায়গাও দখল করে আবাসিক ফ্ল্যাট নির্মাণ করে ইতিমধ্যে ক্রেতাদের কাছ থেকে বুকিং বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেনোলজিস লিমিটেডের সব প্রজেক্ট ও  রিহ্যাবের সঙ্গে সম্পর্ক বাতিলের পাশাপাশি এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সব মামলা কার্যকরের দাবি জানান প্রতারণার শিকার প্রবাসীরা।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।