ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রামেক শিক্ষার্থী ছুরিকাহত, দোকান ভাংচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
রামেক শিক্ষার্থী ছুরিকাহত, দোকান ভাংচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: পূর্বশত্রুতার জের ধরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে।

ছুরিকাহত ধিমান ঘোষ রামেকের এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী।



রোববার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিলশিমলা বন্ধগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ মেডিকেল শিক্ষার্থীরা ওই এলাকায় কয়েকটি দোকান ভাংচুর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ধিমান বিলশিমলা এলাকায় প্রাইভেট পড়তে যান। এদিন পড়ানো শেষ করে ফেরার সময় স্থানীয় মিন্টুর ছেলে সওদাগর তার পেটের বামপাশে ছুরিকাঘাত করেন। এতে ধিমান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে রামেক হাসপাতালে ভর্তি করে।

ঘটনা পরে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।  

এর আগে, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাজশাহী মহানগরীর বিলসিমলা বন্ধ গেট এলাকায় রামেক শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন রামেক শিক্ষার্থীসহ দুইজন আহত হন। পরে ওই প্রাচীর দিয়ে গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেন রামেক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।