ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
কমলনগরে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা উপকূলীয় এলাকায় নদীভাঙা অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা ফলকন মাতাব্বরহাট ও সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান কলোনিতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।



শীতবস্ত্র বিতরণ করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাহেবেরহাট ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার বলেন, নদী ভাঙন কবলিত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নের অসহায়দের মধ্যে মোট ছয়শ’ শীতবস্ত্র বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এএটি/আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।