ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
মানিকগঞ্জে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

মানিকগঞ্জ: আচরণবিধি লঙ্ঘনের দায়ে মানিকগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার( ২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদ উল্লাহ এ জরিমানা করেন।



এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদ উল্লাহ বাংলানিউজকে জানান, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী একরাম হোসেন (ব্ল্যাক বোর্ড) ও ইয়াহিয়া চৌধুরী ইনুকে (ব্রিজ) এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

নির্ধারিত আকারের চেয়ে বড় পোস্টার ও ডিজিটাল ব্যানার ছাপানোর দায়ে তাদের এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।