ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বিএসটিআই’র লোগো ব্যবহারের দায়ে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বিএসটিআই’র লোগো ব্যবহারের দায়ে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

ঢাকা: অনুমতি ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার করে মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার দায়ে ওমেগা এক্সিম লিমিটেডের চারজনকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (ডিসেম্বর ২০) বিকেলে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকায় (২৪৬/১/বি/৮) বহুতল ভবনের ছয় তলায় একটি গোডাউনে অভিযান চালায়ে এই জরিমানা করা হয়।



এ সময় অানুমানিক দু’কোটি টাকা মূল্যের বিদেশি খাদ্যদ্রব্য জব্দসহ চারজনকে আটক করে র‌্যাব-২।

র‌্যাব-২’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ওমেগা নামের কোম্পানিটি দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া বিএসটিআই’র লোগো ব্যবহার করে
ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করে আসছিলো। কোম্পানিটি অ্যাগোরা, মীনা বাজার, প্রিন্স বাজারসহ দেশের নামী-দামী সুপারশপে বিদেশি চিপস, জুস, ক্যান্ডি ও সস সরবরাহ করতো।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কোম্পানির আটক ডেপুটি ম্যানেজার রকিবুল হাসানকে ছয় লাখ, সহকারী ম্যানেজার কামরুল হাসান ও প্রধান ডিস্ট্রিবিউটর সাইফুল ইসলামকে আট লাখ এবং লজিস্ট্রিক অফিসার জাহিদ আলমকে দু’লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

** রাজধানীতে মেয়াদোত্তীর্ণ চিপস, জুস, ক্যান্ডি জব্দ

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এনএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।