ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মৌলবাদী শক্তি রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
মৌলবাদী শক্তি রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত / ফাইল ফটো

ঢাকা: দেশে সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি সবসময়ই থাকবে। তবে তারা কখনও রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।



রোববার (২০ ডিসেম্বর) বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিনের ‘বাঙালি সমাজ ও সাহিত্যে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, এদেশের মৌলিক বৈশিষ্ট্য হলো- অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। গত তিনশো বছরে ভারতীয় উপমহাদেশের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, এ অপশক্তি বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু তারা সবসময়ই শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন।

বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রকাশনা উৎসবে বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন সাবেক রাষ্ট্রদূত ও গবেষক মোহাম্মদ জমির, ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন এবং জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। বাংলা একাডেমি এ বইটি প্রকাশ করেছে। অনুষ্ঠানে বইটির লেখক নূহ-উল-আলম লেনিন তার অনুভূতি ব্যক্ত করেন।

বই সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, নূহ-উল-আলম লেনিনের গবেষণাগ্রন্থ আমাদের সমাজ ও সাহিত্যে মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার উৎস অনুসন্ধানে যেমন সহায়ক হবে, তেমনি আমাদের এ বার্তাও দেবে, আবহমানকাল ধরে আমরা এ দুই ব্যাধির বিরুদ্ধে লড়াই করে যেভাবে এগিয়ে গেছি, ভবিষ্যতেও তেমনি আমরা লড়াই করে একটি আধুনিক- ধর্মনিরপেক্ষ সময়ের দিকে এগিয়ে যাবো।

ড. আনিসুজ্জামান বলেন, নূহ-উল-আলম লেনিনের বইতে গবেষণার পদ্ধতিগত কাঠামোয় বাঙালি সমাজ ও সাহিত্যে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার স্বরূপ অন্বেষার প্রয়াস চালানো হয়েছে। এ বইটি গবেষণার ক্ষেত্রে এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী পথচলায় সহায়ক হতে পারে।
 
মোহাম্মদ জমির বলেন, গুরুত্বপূর্ণ এ বইটি ইংরেজিতে অনুবাদ করা উচিত। পাশাপাশি বাংলা একাডেমির উদ্যোগে দূতাবাসের মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করা উচিত।

অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, সাম্প্রদায়িকতা ও মৌলবাদ কীভাবে আমাদের সমাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে সেটি তিনি বিশদভাবে তুলে ধরেছেন। বইতে জামায়াতের সাম্প্রদায়িকতার কথা বলা হয়েছে। কিন্তু, বিএনপি’র প্রসঙ্গটি সেখানে আসেনি। কিন্তু বিএনপি-জামায়াত আসলে যে অভিন্ন, এটি অনেকে বলতে চান না।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসকে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।