ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে মুদি দোকানি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে মুদি দোকানি নিহত

কক্সবাজার: কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নুরুল আবছার (২৪) নামে এক মুদির দোকানদার নিহত হয়েছেন।
    
রোববার(২০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।



নুরুল আবছার সদর উপজেলার খুরুশ্কুল ইউনিয়নের গুচ্ছ গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।

নিহতের চাচাত ভাই শেফায়েত উল্লাহ বাংলানিউজকে জানান, নুরুল আবছার রাতে খুরুশ্কুল ইউনিয়নের গুচ্ছ গ্রামে তার মুদি দোকানে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। গুলির আওয়াজ শোনে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় এলাকাবাসী তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক আব্দুস সালাম বাংলানিউজকে জানান, নুরুল আবছারের গলায় গুলির চিহ্ন রয়েছে।

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক কালাম বাংলানিউজকে জানান, নিহত একজন মুদি দোকানি। কিন্তু কি কারণে, কারা তাকে খুন করেছে এখনও জানা সম্ভব হয়নি। তবে, পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।