ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় জামায়াত-বিএনপি’র ৩ কর্মীসহ গ্রেফতার ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
সাতক্ষীরায় জামায়াত-বিএনপি’র ৩ কর্মীসহ গ্রেফতার ৩০

সাতক্ষীরা: সাতক্ষীরায় জামায়াত-বিএনপি’র ৩ কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার(২০ ডিসেম্বর) রাত থেকে সোমবার(২১ ডিসেম্বর) ভোর পর্যন্ত জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের দুইজন ও বিএনপি’র এক কর্মীসহ নিয়মিত মামলার ২৭ জন আসামি রয়েছে। গ্রেফতারকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বাংলানিউজকে জানান, রাতে যৌথবাহিনী অভিযানে চালিয়ে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় তিনজন, তালায় চারজন, কালিগঞ্জে ছয়জন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।