ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

স্থানীয় সরকারের ওপর খবরদারিত্ব রোধ করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
স্থানীয় সরকারের ওপর খবরদারিত্ব রোধ করতে হবে ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্থানীয় সরকারের ওপর স্থানীয় এলিটদের খবরদারিত্ব প্রতিরোধে সুশীল সমাজকে ওয়াচ ডগের ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) স্থানীয়করণ শীর্ষক গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে ব্র্যাক কমিউনিটি এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম এবং দি হাঙ্গার প্রজেক্ট এই গোলটেবিলের আয়োজন করে।

ড. আকবর আলী খান বলেন, সাধারণত স্থানীয় এলিটরা স্থানীয় সরকারের ওপর খবরদারিত্ব করে থাকেন। আর এই খবরদারিত্ব প্রতিরোধে সুশীল সমাজকে ওয়াচ ডগের ভূমিকা পালন করতে হবে।   এছাড়া স্থানীয় সরকারকে তাদের চাহিদা পেশ করতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে।

তিনি বলেন, বাংলাদেশ এমডিজি (জাতিসংঘের সহাস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) উন্নয়নে অগ্রগতি করলেও মানবসূচকের অনেক বিষয়ে সেভাবে উন্নয়ন করতে পারেনি। বিশেষ করে অপুষ্টি রোধ এবং নিরাপদ পানি সরবরাহে পিছিয়ে আছে।

তিনি আরও জানান, গত মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের সময়ে দিন বদলের সনদে এই বিষয়গুলো উল্লেখ করেছিল। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার সরাসরি সরকারের অংশ নয়, এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। ছোট প্রতিষ্ঠান হলেও এর কার্যক্রম ও দায়িত্ব অনেক। কিন্তু বর্তমানে স্থানীয় সরকার স্বাধীনভাবে কাজ করতে পারছে না। উপজেলাতে স্থানীয় সংসদ সদস্যকে উপদেষ্টা করে রেখে উপজেলা পরিষদকে দুর্বল করে রাখা হয়েছে।

তিন পর্যায়ে এসডিজির (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) লক্ষ্য অর্জন করতে হবে বলে মত দেন আকবর আলী খান। এগুলো হলো- বৈষয়িক, জাতীয় ও স্থানীয়।

গোলটেবিলের শুরুতে আলোচনার মূল বিষয় তুলে ধরেন দ্য হাংগার প্রজেক্ট এর গ্লোবাল ভাইস প্রেসিডন্ট অ্যান্ড কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার।

উন্মুক্ত আলোচনায় বক্তারা নারীদের ক্ষমতায়ন, স্থানীয় সরকারে সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ, জবাবদিহিতা, প্রয়োজন অনুযায়ী বাজেট বাস্তবায়নসহ নানা দিক নিয়ে মত প্রকাশ করেন।

গোলটেবিল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদ, ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস, ব্র্যাক কমিউনিটি এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম পরিচালক আন্না মিনজ।

এছাড়াও এতে অংশ নেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ, স্থানীয় জনপ্রতিনিধি, গবেষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
একে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।