ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে প্রতারক চক্রের ৬ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
মানিকগঞ্জে প্রতারক চক্রের ৬ নারী আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রতারক চক্রের ছয় নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।



আটক নারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকার আব্বাস উদ্দিনের স্ত্রী বিলকিস (৩০), শরিফ উদ্দিনের মেয়ে সেগুন (২৫), কামরুল হাসানের স্ত্রী অঞ্জনা (২৫), গিয়াস উদ্দিনের স্ত্রী রিনা (৩৫), মজনু মিয়ার স্ত্রী কুলসুমা (৪০) ও হবিগঞ্জের উছাইল এলাকার জালাল মিয়ার স্ত্রী জিয়াসমিন (২০)।

থানা সূত্রে জানা গেছে, সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দোয়েল মেডিকেল সেন্টারের সামনে থেকে ফয়জুন্নাহার নামে এক গৃহবধূ অটোবাইকে উঠছিলেন। এ সময় কয়েকজন নারী এসে তাকে ঘিরে একটি জটলা পাকায়। ভীড়ের মধ্যে একজন তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। ফয়জুন্নাহার শহরের পশ্চিম দাশড়া এলাকার কুন্দু মিয়ার স্ত্রী।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরির্দশক (এসআই) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, আটক নারীরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।