ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বাসাইলে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
বাসাইলে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে ট্রাকচাপায় আতাউর রহমান (৫৩) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
 
রোববার (২০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পাটখাগুড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 
 
নিহত আতাউর রহমান মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা। তিনি বাসাইল থানায় কর্মরত ছিলেন।
 
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মদ দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
ওসি দেলোয়ার আহাম্মদ বলেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাটখাগুড়ি এলাকায় গভীর রাতে একটি বালু ভর্তি ট্রাক দাঁড় করানো ছিল। ওই ট্রাকের পাশে পুলিশ সদস্য আতাউরসহ অন্য পুলিশ সদস্যরা মহাসড়কে যান চলাচলে সহযোগিতা করছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক বালু ভর্তি ট্রাককে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আতাউরের মৃত্যু হয়।  
 
ময়নাতদন্তের জন্য নিহত পুলিশ সদস্যের মরদেহ দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।