ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে অধ্যক্ষের অপসারণ দাবিতে ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
গোপালগঞ্জে অধ্যক্ষের অপসারণ দাবিতে ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের  অপসারণের দাবিতে দিনব্যাপী ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এ ধর্মঘট শুরু করেন।

এতে একাত্মতা ঘোষণা করেন প্রশিক্ষণার্থীরা।

এরআগে সকালে আন্দোলনকারীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া দাবির স্বপক্ষে কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের স্বাক্ষর নেওয়া হয়।
গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের গণিত বিষয়ের প্রশিক্ষক মো. আব্দুর সবুর বাংলানিউজকে জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম জাহাঙ্গীর ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তারা অধ্যক্ষকে সহায়তায় রাজি না হলে গালিগালাজ করেন অধ্যক্ষ। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো কাজ হয়নি। তাই অধ্যক্ষকে অপসারণের দাবিতে তারা ধর্মঘট ডেকেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, প্রশিক্ষক ও কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতিতে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।