ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টার চালু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টার চালু

ঢাকা: বাংলাদেশে ভিসা সেন্টার চালু করলো সংযুক্ত আরব আমিরাত।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে এ ভিসা সেন্টার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।



সংযুক্ত আরব আমিরাতের বাইরে এটি দেশটির চতুর্থ ভিসা সেন্টার।

উদ্বোধনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আধুনিক সুবিধাসম্পন্ন এ ভিসা সেন্টার ভিসা প্রক্রিয়াকে সহজ, সুষ্ঠু ও দ্রুত করতে সক্ষম হবে। ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের এ ভিসা সেন্টার স্থাপন দু’দেশের সম্পর্ককে আরো দৃঢ় করবে।

এ সময় আরো বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সায়িদ বিন হাজার আল শেহি।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকাস্থ আমিরাত দূতাবাসের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
জেপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।