ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বিএফইউজে’র একাংশের সভাপতি মহিউদ্দিন, মহাসচিব মেসবাহ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
বিএফইউজে’র একাংশের সভাপতি মহিউদ্দিন, মহাসচিব মেসবাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নতুন কমিটিতে গোলাম মহিউদ্দিন খান সভাপতি ও সৈয়দ মেসবাহ উদ্দিন মহাসচিব নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।

   

২০১৬-১৭ সালের জন্য দু’বছর মেয়াদী ১৯ সদস্যের কমিটিতে মাহবুব আলম, ফজলুল হক ভুঁইয়া রানা ও মনির উদ্দীন আহমদ (খুলনা), মহিদুল ইসলাম মন্টু (যশোর), আবদুর রহিম বগরা (বগুড়া) ও সাইদুল হোসেন সাহেদ সহকারী মহাসচিব, হাফিজুর রহমান কোষাধ্যক্ষ, মিজানুর রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক, নূরুল ইসলাম খোকন দফতর সম্পাদক এবং    মাসুদ উল হক প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্যরা হচ্ছেন- ফকির শওকত (যশোর), আবু কাজী (খুলনা), তোফায়েল হোসেন, শামীম হাওলাদার, এবিএম সেলিম আহমেদ, হাসান মুকুল (চট্টগ্রাম) ও এজেডএম মেনহাজুল হক    (দিনাজপুর)।

এর আগে দ্বিবার্ষিক সাধারণ সভায় সারা দেশ থেকে সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

বিএফইউজে নেতা সৈয়দ মেসবাহউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অবিভক্ত বিএফইউজে’র সাবেক মহাসচিব সৈয়দ জাফর।

বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি আমীরুল ইসলাম কাগজী ও যুগ্ম সম্পাদক ইলিয়াস খান,  সাংবাদিক নেতা আমানুল্লাহ কবীর, বিএফইউজে নেতা গোলাম মহিউদ্দিন খান, বিএফইউজে নেতা ফকির শওকত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল, সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান, সহ সভাপতি আলীমুজ্জামান হারুন ও যুগ্ম সম্পাদক আব্দুল্লা ফেরদৌস, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (কেএমআইজে) সাধারণ সম্পাদক হাসান আহমদ মোল্লা ও প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাজী, যশোর সাংবাদিক ইউনিয়নের নেতা ও বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের নেতা আবদুর রহিম বগরা ও মহসীন আলী রাজু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা এয়াকুব আলী মনি ও মিজানুর রহমান, মোজাম্মেল হক চঞ্চল প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ জাফর সংঘাত-দ্বিধা ভুলে সংবাদপত্রের স্বাধীনতা, রুটি-রুজির অধিকার এবং গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

বক্তারা পেশার মানোন্নয়ন ও মর্যাদা রক্ষায় দলীয় লেজুড়বৃত্তি পরিহার করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

বক্তারা সাংবাদিক ইউনিয়নকে সদস্যদের রুটি-রুজির অধিকার আদায়ের আন্দোলন পরিচালনার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ইউনিয়ন পেশাভিত্তিক সংগঠন। কোনো দলের অঙ্গ সংগঠন নয়। অথচ অতীতে এটি ব্যক্তিনির্ভর সংগঠনে পরিণত হয়েছিল। ইউনিয়নকে ব্যবহার করেই ব্যক্তিবিশেষ তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।