ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লাইলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তিন যাত্রী আহত হয়েছেন।

 
 
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের উছলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  
 
নিহত লাইলী বেগম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আপ্তার আলীর স্ত্রী।
 
আহতরা হলেন- আকমল আলী (৩৩), মাছুম বিল্লাহ (১৮) ও জাকির মিয়া (২৫)। তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানায়, দুপুরে উছলাপাড়া এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লাইলী বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  
 
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সাইফুল আলম দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা দু’টি আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।