ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বিমানের চাকায় আগুন, আতঙ্কিত যাত্রীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বিমানের চাকায় আগুন, আতঙ্কিত যাত্রীরা

ঢাকা: দোহা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকায় হঠাৎ আগুন ধরে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন প্লেনের যাত্রীরা।

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা নাগাদ দোহা থেকে বাংলাদেশে আসা ফ্লাইটটির পেছনের চাকায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় প্লেনটির তেমন কোনো ক্ষতি হয়নি।

বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাট‍ালিয়নের সহকারী পুলিশ সুপার মুর্শিদ জাহান বিষয়টি জানিয়ে বাংলানিউজকে বলেন, দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের সময় চাকায় আগুন ধরে যায়। তবে এতে কেউ আহত হয়নি।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘন্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ইউএম/এএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।